২৩ জুলাই, ২০১৯ ১২:১৯
আনন্দবাজারের প্রতিবেদন

ইমরানের জনসভায় ‘স্বাধীন বেলুচিস্তান’র দাবিতে স্লোগান!

অনলাইন ডেস্ক

ইমরানের জনসভায় ‘স্বাধীন বেলুচিস্তান’র দাবিতে স্লোগান!

তিন দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন পাকিস্তান প্রধনামন্ত্রী ইমরান খান। তার এ সফরের লক্ষ্য হচ্ছে দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা। 

এদিকে সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসির অ্যারিনা ওয়ান স্টেডিয়ামে আমেরিকায় বসবাসকারী পাকিস্তানিদের আয়োজিত একটি সভায় বক্তৃতা দেন ইমরান খান।

বক্তৃতা চলাকালে বেলুচিস্তানে পাকিস্তান সেনার নৃশংসতা নিয়ে আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করেন এক দল সমাজকর্মী। এসময় স্বাধীন বেলুচিস্তানের দাবিতে স্লোগানও দেন তারা। 

জানা যায়, নির্ধারিত সূচি অনুযায়ী বক্তৃতা করছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী। আচমকাই দর্শকের আসন থেকে এক দল যুবক উঠে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং ‘ইউএসএ-ইউএসএ’ বলে চিৎকার শুরু করেন। 

তারা বলতে থাকেন, ‘বেলুচিস্তানে দখল করে রেখেছে পাকিস্তান এবং ধর্ষণই তাদের সম্পদ’। 

ওই সময় দৃশ্য দেখে অস্বস্তিতে ইমরান। তবে তিনি বক্তৃতা থামাননি। দর্শকদের একাংশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করতেই ধাক্কাধাক্কি শুরু হয়। পরে নিরাপত্তা রক্ষীরা গিয়ে বিক্ষোভকারীদের বাইরে নিয়ে যান।

আমেরিকায় বসবাসকারী বেলুচিস্তানের নাগরিকেরা বহু দিন ধরে অভিযোগ করে আসছেন, বেলুচিস্তানে নৃশংস অত্যাচার চালাচ্ছে পাক সেনা, সেখানের বহু মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছেন দিনের পর দিন। লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। 

গত দু’দিন ধরে আমেরিকায় বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রচার চালাচ্ছেন বেলোচ নাগরিকেরা। মুত্তাহিদা কওমি মুভমেন্টসহ (এমকিউএম) কিছু সংখ্যালঘু সংগঠন ইমরানের আমেরিকার সফরের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে।

এ দিন অন্তত ৩০ হাজার প্রবাসী পাকিস্তানি জড়ো হয়েছিলেন ক্যাপিটাল অ্যারেনা স্টেডিয়ামে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর