২৩ আগস্ট, ২০১৯ ১১:৩০

ফের ব্রেক্সিট নিয়ে আলোচনা যুক্তরাজ্য-ফ্রান্সের

অনলাইন ডেস্ক

ফের ব্রেক্সিট নিয়ে আলোচনা যুক্তরাজ্য-ফ্রান্সের

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ব্রেক্সিট নিয়ে রাজি করাতে বৈঠক করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসির।

বৃহস্পতিবার ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজের বৈঠকে এ নিয়ে আলোচনা করার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর একদিন আগে ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন আলোচনার সম্ভাবনার কথা প্রত্যাখ্যান করেছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। 

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ‘অধীনস্তে’ পরিণত হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

ফ্রান্স এখন ‘চুক্তি ছাড়াই’ ব্রেক্সিট সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশি দেখছে বলে জানিয়েছেন ফরাসী প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা।

এসময় বরিস জনসন বলেন, “শক্তি এবং সৃজনশীলতার সাথে আমরা এগিয়ে যাওয়ার উপায় খুঁজে পেতে পারি”।

এর আগে বুধবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জানিয়েছেন, কার্যকর একটি পরিকল্পনা খুঁজে পেতে আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া দরকার।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর