২৩ আগস্ট, ২০১৯ ১৬:০১

আইএসের হাতে আটক জঙ্গিদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান ট্রাম্পের

অনলাইন ডেস্ক

আইএসের হাতে আটক জঙ্গিদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান ট্রাম্পের

ফাইল ছবি

ইরাক-সিরিয়ায় আটক আইএসের ফরাসি-জার্মানসহ বিদেশি জঙ্গিদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ আহ্বান জানান তিনি।

দাবি করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই ইরাক-সিরিয়ায় আইএসের অস্তিত্ব মুলোৎপাটন করা হয়েছে। তবে, জঙ্গিবাদ দমনে রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান ও তুরস্কের ভূমিকা সন্তোষজনক নয়। ট্রাম্পের দাবি, বর্তমানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে বন্দি কয়েক হাজার বিদেশি যোদ্ধা, যার বেশিরভাগই ইউরোপের। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গুয়ান্তানামো বে কারাগারে আগামী ৫০ বছর ধরে তাদের রাখার কোনো ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের।

মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, বর্তমানে আইএসের অন্তত আড়াই হাজার বিদেশি জঙ্গি তাদের হাতে বন্দি।

বিডি প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর