রাতের অন্ধকারে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় নিহত অন্তত ২৪। আহত হয়েছেন অনেকেই। তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাগরা এলাকায় একটি বাস যাচ্ছিল। সেই সময় ওই বাসটিতে ৩১ জন যাত্রী ছিলেন। আচমকাই বাসটি খাদে পড়ে যায়। খবর যায় পুলিশের কাছে। কোহিস্তানের ডেপুটি কমিশনার বলেন, দুর্ঘটনার সময় বাসে ৩১ জন যাত্রী ছিলেন। পাবর্ত্য এলাকায় খাদে পড়ে যায় বাসটি। প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ৮ জনকে খাদ থেকে উদ্ধার করা হয়। তবে তাদের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। বাকিদেরও উদ্ধার করা হয়। একে একে এখনও পর্যন্ত মোট ২৪জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। অন্ধকারের কারণে উদ্ধারকাজে সমস্যা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্টও বড়সড় দুর্ঘটনা ঘটে খাইবার পাখতুনখোয়াকে। ওই দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/শফিক