ভারতের মহারাষ্ট্রে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনে ২০ জন শ্রমিকি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২২ শ্রমিক। ঠিক কী কারণে কারখানায় আগুন ধরলো সেই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। ঘটনাটি আজ শনিবার মহারাষ্ট্রের ধুলের শিরপুরের একটি রাসায়নিক কারখানায় ঘটেছে।
কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও প্রায় ৭০ জন শ্রমিক আটকে রয়েছে ভিতরে। তাদের উদ্ধারে কাজ করছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিহতের সংখ্য আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে, আগুনে কারখানায় বিস্ফোরণের আওয়াজে পার্শ্ববর্তী গ্রামগুলোও কেঁপে উঠে। ঘটনাস্থলে আগুন নেভাতে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র : কলকাতা 24x7।
বিডি-প্রতিদিন/শফিক