বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে কাশ্মীরে বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার শ্রীনগরে জুম্মার নামাজের পর বিক্ষোভে যোগ দেন কয়েকশ’ কাশ্মীরী। এসময় বিক্ষোভে বাধা দিলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনীর কয়েক হাজার সদস্য। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিডি প্রতিনিধি/এনায়েত করিম