আসামে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি বা ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন) প্রকাশের পরপরই রাজধানী দিল্লিতে ওই তালিকা প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন বিজেপির দিল্লির প্রধান মনোজ তিওয়ারি।
শনিবার সকাল ১০টায় আসামের নাগরিকত্ব তালিকা প্রকাশের পর এ হুঁশিয়ারি দেন মনোজ তিওয়ারি।
মনোজ তিওয়ারি বলেন, রাজধানীতেও এনআরসি প্রয়োজন। পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারীরা রাজধানীর জন্য ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছেন। আমরা এখানেও এনআরসি বাস্তবায়ন করবো।
এর আগে সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, রাজধানীতে অবৈধভাবে বসবাস করছেন ২০ লাখ মানুষ। উদ্বাস্তুর সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীর পার্থক্য আছে। সীমান্ত পার হয়ে এদেশে এসে মানুষ নথি বানিয়ে নিচ্ছেন। ভারতের মতো জনবহুল দেশে এমনিতেই মানুষের কর্মসংস্থান করতে সরকারের নাভিশ্বাস উঠেছে, এরমধ্যে তারা এসে চেপে বসেছেন। তারা শুধু দেশের বোঝাই নন, নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক হয়ে উঠছেন।
শনিবার আসামের চূড়ান্ত নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়ে গেছেন ১৯ লাখ ছয় হাজার ৬৫৭ জন বসবাসকারী। আর তালিকাভুক্ত হয়েছেন তিন কোটি ১১ লাখ ২১ হাজার চারজন মানুষ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন