লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি ড্রোন হামলার জবাব দেওয়ার যে সিদ্ধান্ত তার সংগঠন নিয়েছে তার কোনও নড়চড় হবে না। খবর টাইমস অব ইসরায়েলের।
তিনি বলেছেন, গত সপ্তাহের ড্রোন হামলার জন্য ইসরায়েলকে ‘মূল্য পরিশোধ করতে হবে’।
সাইয়্যেদ নাসরুল্লাহ শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং রাজধানী বৈরুতের বিডিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে তার এ ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়।
ভাষণে হিজবুল্লাহর মহাসচিব বলেন, ড্রোন হামলার জবাব হবে আত্মরক্ষার যৌক্তিক অধিকারের যথাযথ প্রয়োগ।
তিনি বলেন, ইসরায়েলকে একথা বুঝিয়ে দিতে হবে যে, লেবাননের আকাশসীমা তার জন্য উন্মুক্ত নয়।
ইসরায়েল ড্রোনের সাহায্যে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর অবস্থানে বোমাবর্ষণ করতে ব্যর্থ হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ বক্তব্য দিলেন।
ইসরাইলের পাঠানো একটি ড্রোন হিজবুল্লাহর একটি মিডিয়া সেন্টারের ওপর ভেঙে পড়ে এবং দ্বিতীয়টি কাছাকাছি একটি উন্মুক্ত স্থানে বিধ্বস্ত হয়। এ ঘটনায় হিজবুল্লাহর মিডিয়া সেন্টারের সামান্য ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। লেবাননের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ইসরায়েলের ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
সাইয়্যেদ নাসরুল্লাহ তার ভাষণে আরও বলেন, ইসরায়েলি হামলার জবাব শুধু শাবা কৃষি খামারের দিক থেকেই আসবে না বরং লেবাননের যেকোনও প্রান্ত থেকে ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা হতে পারে। তিনি বলেন, কোথা থেকে এবং কখন আমরা জবাব দেব তা একান্তই আমাদের নিজস্ব ব্যাপার।
গত সপ্তাহে ইসরায়েলি ড্রোন হামলার পর হিজবুল্লাহ নেতা তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। এরপর লেবাননের শেবা কৃষি খামার সংলগ্ন সীমান্তে ইসরায়েল সেনা সমাবেশ শক্তিশালী করেছে।
বিডি প্রতিদিন/কালাম