ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে বেশ কয়েকটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
গত সপ্তাহে লেবাননে হামলার জবাবে রবিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে এ হামলা চালানো হয়েছে। খবর বিবিসি ও টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলের সামরিক সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সেনা ঘাঁটি এবং সামরিক যানবাহন লক্ষ করে এ হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহ সূত্র বলছে, হামলায় ইসরায়েলের বেশ কয়েকজন হতাহত হয়েছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/মাহবুব