পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান এক কিশোর নিউ ইয়র্ক শহরে জঙ্গি গোষ্ঠী আইএসের পক্ষ হয়ে ভয়াবহ হামলার পরিকল্পনা চালিয়েছিল। সেই কিশোরের নাম আবিস চৌধুরী (১৯)। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
জাতীয় নিরাপত্তা বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল জন সি. ডেমার্স বলেছেন, আবিস চৌধুরী নিউ ইয়র্কে ভয়াবহ হামলার পরিকল্পনা করেছিল। তাকে শুক্রবার প্রাদেশিক আদালতে হাজির করা হয়।
আবিস চৌধুরীর বিরুদ্ধে আইএসকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। বিচারক জেমস ওরেনস্টেইন তাকে জামিন ছাড়া আটক রাখার নির্দেশ দিয়েছেন।
প্রাদেশিক আইনজীবী রিচার্ড ডোনোগো বলেছেন, রক্তাক্ত হামলায় প্রাণহানি ঘটিয়ে সে অন্যদেরও এ ধরনের কার্যক্রমে উৎসাহিত করতে চেয়েছিল।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/ফারজানা