যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা ও জর্জিয়ার গভর্নররা কমপক্ষে ১০ লাখ লোককে সোমবার উপকূল ত্যাগের নির্দেশ দিয়েছেন। উত্তর পশ্চিম বাহামায় ধ্বংসযজ্ঞ চালানোর পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসছে হারিকেন ডোরিয়ান।
দক্ষিণ ক্যারোলিনা গভর্নর হেনরি ম্যাকমাস্টার ও জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প দুজনেই সোমবার দুপুরের মধ্যে বাধ্যতামূলকভাবে উপকূল খালি করার নির্দেশ দিয়েছেন।
রবিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শক্তিশালী ঝড় ডোরিয়ানের বিষয়টি তিনি পর্যবেক্ষণ করছেন। এজন্য তার পূর্বনির্ধারিত পোল্যান্ড সফরও বাতিল করা হয়েছে।
এর আগে আটলান্টিকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায় আঘাত হানে শক্তিশালী ঝড় ‘ডোরিয়ান’। সর্বোচ্চ ক্যাটাগরি ৫ ঝড়ে রূপ নেওয়া ঝড়টি ঘণ্টা ২৮৫ কিলোমিটার গতিতে বাহমায় আছড়ে পড়েছে। মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) বলছে, ‘ডোরিয়ান’ পৃথিবীপৃষ্ঠে এ বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড়।
বিডি প্রতিদিন/ফারজানা