ফিলিপাইনে এয়ার অ্যাম্বুল্যান্স বিধ্বস্ত হয়ে নয় জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী ম্যানিলা থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিধ্বস্তের ঘটনা ঘটে।
রবিবার দেশটির রাজধানী ম্যানিলার পার্শ্ববর্তী শহর ক্যালেম্বায় অবস্থিত একটি রিসোর্টের কাছে এয়ার অ্যাম্বুল্যান্সটি বিধ্বস্ত হয়। অ্যাম্বুল্যান্সে থাকা নয় জনই নিহত হয়েছেন এর মধ্যে দুই জন পাইলটও আছেন।
স্থানীয় পুলিশ জানায়, বিধ্বস্তের এই ঘটনায় মাটিতে থাকা দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, এয়ার অ্যাম্বুল্যান্সটিতে এক জন রোগী ও মেডিক্যাল টিম ছিল।
বিডি প্রতিদিন/ফারজানা