ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে সুস্পষ্ট ও স্বচ্ছ অবস্থান গ্রহণ করার জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতি অনুরোধ করেছে পাকিস্তান। পাকিস্তান ও কাশ্মীরের জনগণ যখন মুসলিম বিশ্ব থেকে জোরালো সমর্থন আশা করছে তখন ইসলামাবাদ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে এই অনুরোধ জানালো। খবর পার্সটুডের।
গত ৫ আগস্ট বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে জম্মু-কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করেছে নরেন্দ্র মোদির সরকার এবং ভারতের সঙ্গে একীভূত করে নিয়েছে। এ অবস্থায় যখন গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর নীরবতার কারণে পাকিস্তান ও কাশ্মীরের জনগণের ভেতরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে তখন ইসলামাবাদ এ ব্যাপারে সুস্পষ্ট অবস্থান ঘোষণার দাবি জানিয়েছে। ভারতের ওই পদক্ষেপের ব্যাপারে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশ অনেকটা নীরব প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
এ অবস্থার ভেতর দিয়ে গতকাল সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী আদেল আল- জোবায়ের এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান একসঙ্গে ইসলামাবাদ সফর করেন। তাদের এই নজিরবিহীন ঐক্যবদ্ধ সফরের ভেতর দিয়ে পাকিস্তানের প্রতি এ দুই দেশের সমর্থনের বিষয়টি আশ্বস্ত করা হয়েছে। দুই মন্ত্রী প্রথমে আনুষ্ঠানিক বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে। এরপর তারা বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। পরে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে- প্রতিটি বৈঠকেই কাশ্মীর ছিল মূল এজেন্ডা।
যদিও সরকারি বিবৃতিতে এ সমস্ত কথা বলা হয় নি তবে বিভিন্ন সূত্র পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে নিশ্চিত করেছে যে, কাশ্মীরের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব অতিসম্প্রতি যে সম্মাননা দিয়েছে তাতে পাকিস্তানের জনগণের ভেতর প্রচণ্ড ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে। ক্ষোভ নিরসনের জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের দুই মন্ত্রী ইসলামাবাদ সফর করেছেন। তারা কাশ্মীর পরিস্থিতিতে উত্তেজনা কমানোর ব্যাপারে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দেন।
বিডি-প্রতিদিন/শফিক