বিশ্বের প্রথম দশটি বসবাসের অযোগ্য শহরের মধ্যে স্থান পেল পাকিস্তানের করাচি। গত বুধবার ইকোনমিস্ট গ্রুপের ইন্টেলিজেন্স ইউনিটের সমীক্ষায় এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। চলতি বছরে করাচির স্থান সার্বিকভাবে ১৩৬ নম্বরে। বিশ্বের প্রথম দশটি বসবাসের অযোগ্য শহরের তালিকায় করাচি আছে পাঁচ নম্বরে।
বসবাসের অযোগ্য শহরের তালিকার শীর্ষে আছে সিরিয়ার দামাস্কাস। তারপর একে একে রয়েছে নাইজেরিয়ার লাগোস, বাংলাদেশের ঢাকা ও লিবিয়ার ত্রিপোলি। করাচির পর বসবাসের অযোগ্য শহরের তালিকায় ছয় থেকে দশে আছে ভেনেজুয়েলার কারাকাস, আলজেরিয়ার আলজিয়ার্স, ক্যামেরুনের দাওয়ালা, জিম্বাবোয়ের হারারে ও পাপুয়া নিউ গিনির পোর্ট মোরেসবাই।
২০১৮ সালে করাচি ছিল সার্বিকভাবে ১৩৭ নম্বরে। এবার এক ধাপ উঠেছে ইমরান খানের দেশের এই শহর। এছাড়া সমীক্ষায় জানা গেছে, করাচি প্রযুক্তিগত সুরক্ষায় ৫২ তম স্থান পেয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় আছে ৫৯ নম্বরে। পরিকাঠামোগত সুরক্ষায় আছে ৫৫ নম্বরে। আর ব্যক্তিগত সুরক্ষায় আছে ৫৮ নম্বরে।
বিশ্বে বসবাসের যোগ্য শহরের তালিকায় শীর্ষে এবারও অস্ট্রিয়ার ভিয়েনা। গতবারও শীর্ষে ছিল তারা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন রয়েছে দুইয়ে। সাত বছর বসবাসের যোগ্য তালিকার শীর্ষে ছিল মেলবোর্ন। ২০১৮ সালেই মেলবোর্নকে টপকে যায় ভিয়েনা।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ