১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৫৭

অস্ট্রেলিয়ায় পাখির আক্রমণে সাইকেল আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় পাখির আক্রমণে সাইকেল আরোহীর মৃত্যু

দোয়েল প্রজাতির এক পাখির আক্রমণে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত রবিবার অস্ট্রেলিয়ার ওলংগং শহরে ম্যাগপাই প্রজাতির এক পাখির আক্রমণে মারা যান তিনি। খবর বিবিসি ও ডেইলি মেইলের।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত হওয়া সাইক্লিস্ট ৭৬ বছর বয়সী একজন বৃদ্ধ। সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ম্যাগপাই পাখি তাকে আক্রমণ করে। আক্রমণ থেকে বাঁচতে গিয়ে পার্কের বেড়ায় ধাক্কা খান তিনি। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং শেষ পর্যন্ত মৃত্যু এই সাইক্লিস্টের।

জানা গেছে, ম্যাগপাই প্রজাতির পাখিগুলো লম্বায় এক ফুটের মতোন। ধারালো ঠোঁট দিয়ে ভয়ঙ্কর ধরনের ক্ষতি করতে সক্ষম তারা। গত বছর এই পাখির হামলায় এক শিশু প্রায় অন্ধ হতে বসেছিল।  চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে ১৮৯ এই পাখির হামলায় আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, গতবারের চেয়ে এবার হতাহতের সংখ্যা বাড়বে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর