এখন ফসল সংগ্রহের সময়। অথচ উত্তর কাশ্মীরি শহর সোপোরের বাজার জনশূন্য। সাধারণত এই সময় বাজারটি লোকে লোকারণ্য থাকে। উৎপাদিত আপেল বিক্রি হয়। কেনা আপেল নেওয়ার জন্য ট্রাকের ভিড় লেগে থাকে। ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকাজুড়ে বাগানগুলো আপেলে ভরপুর। কিন্তু এবার আপেল বিক্রির সুযোগ না থাকায় তা পচে যাচ্ছে।
বিশ্বের বৃহত্তম আপেল চাষকারী অঞ্চলগুলোর মধ্যে অন্যতম কাশ্মীর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাটকীয়ভাবে রাজ্যের বিশেষ সাংবিধানিক মর্যাদা বিলুপ্ত করার পরে কয়েক সপ্তাহব্যাপী অবরোধ আরোপ করেছিল। এতে কাশ্মীরের সঙ্গে ভারত ও বিদেশের ক্রেতাদের পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফল চাষকারী ও ফল ব্যবসায়ীরা বলেছেন, এসব অস্থিতিশীলতা ফলচাষ শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।
মোদী এই পদক্ষেপটি ভারতের অন্যান্য রাজ্যের সাথে একীভূত করাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর একটি উপায় হিসেবে নিয়েছিলেন। তবে আপাতত তার সরকারের এই পদক্ষেপের প্রেক্ষাপটে যে অস্থিরতা তৈরি হয়েছে তা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।
সূত্র: রয়টার্স, ইন্ডিয়া টুডে, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
বিডি প্রতিদিন/কালাম