সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছে মোদি সরকার।
বৃহস্পতিবার এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চলতি বছরের শেষ দিকে ভারতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
পাক প্রধানমন্ত্রীকে ভারত সফরে আসার আমন্ত্রণ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘ভারতে অনুষ্ঠেয় আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে ৮টি দেশ ও ৪ পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হবে।’
ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এখনো তার বাক্যালাপ হয়নি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি তার শপথ গ্রহণ অনুষ্ঠানেও ইমরানকে আমন্ত্রণ জানাননি। এবার খ্রিষ্টীয় নতুন বছর শুরুর সময় প্রতিবেশী সব দেশের সরকারপ্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেও ইমরানকে শুভেচ্ছা জানাননি তিনি।
এছাড়াও গত বছর জুন মাসে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও শীর্ষ সম্মেলনে ইমরান উপস্থিত থাকলেও মোদি তীব্র ভাষায় ‘সন্ত্রাসের মদদদাতাদের’ কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।
প্রসঙ্গত, গত আগস্টে ক্ষমতাসীন বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করলে পাক-ভারত সম্পর্কে উত্তেজনা বাড়ে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন