মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার কথা স্বীকার করেছে ইরান। ওই প্লেনের ১৭৬ যাত্রীর সবাই নিহত হয়েছেন। এরই মধ্যে এ ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরান।
এবার বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে মিথ্যা বলায় ইরানের সেনাবাহিনীকে ক্ষমা চাইতে বললেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এমনটি বলেন। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে জাতিকে ঐক্যব্ধ হওয়ার আহবানও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।
ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলে, যদি তথ্য প্রকাশ করতে দেরী হয়ে থাকে তাহলে তাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দিন। এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিধ্বস্তের ঘটনায় ইরানের এই পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ