১৯ জানুয়ারি, ২০২০ ১৮:১১

সোলাইমানির শোকানুষ্ঠানে আমেরিকার মুখোশ খুলল ইরান

অনলাইন ডেস্ক

সোলাইমানির শোকানুষ্ঠানে আমেরিকার মুখোশ খুলল ইরান

সোলাইমানির শোকানুষ্ঠানে আমেরিকার মুখোশ খুলে দিল ইরান। পশ্চিম এশিয়া অস্থিতিশীল করতে আমেরিকার বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। 

তিনি বলেছেন, বর্তমানে পশ্চিম এশিয়ায় ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে এবং এ পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে আমেরিকা। তাদের দাম্ভিকতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমেরিকা সব কিছুকে নিজের স্বার্থের ভিত্তিতে ব্যবহার করে, তারা কখনোই পশ্চিম এশিয়ার জনগণের কথা ভাবে না। তারা বিভিন্ন দেশের নাগরিকদের হত্যা করেছে। তাদের পলিসি পশ্চিম এশিয়াকে অন্ধারে ঠেলে দেবে।

জাওয়াদ জারিফ আরও বলেন, জেনারেল সোলাইমানি নিহত হওয়ায় কেবল জঙ্গি গোষ্ঠী আইএস (দায়েশ), মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও খুশি হয়েছেন। সোলাইমানিকে ট্রাম্পের নির্দেশে হত্যা করা হয়েছে। সূত্র : টাইমস নাউ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর