গত বছরের থেকে এবার আরও ৬০ কোটি রুপি খরচ বাড়ল মোদির নিরাপত্তায়। শেষ বাজেটে মোদির নিরাপত্তা বাবদ খরচ বরাদ্দ ছিল ৫৪০ কোটি রুপি।
কিন্তু এবারের বাজেট ভাষণে প্রধানমন্ত্রীর স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি) রক্ষাকবচের জন্য ৬০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। শনিবার সংসদে বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বরাদ্দ ঘোষণা করেন।
তবে এটাই প্রথম নয়। প্রথম দিকেই প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তার জন্য বরাদ্দ করা হয়েছিল ৪২০ কোটি রুপি। কিন্তু গতবার সেটাকে বাড়িয়ে করা হয়েছিল ৫৪০ কোটি। আর এবার ৬০০ কোটি রুপি।
এসপিজি হলো একটি বিশেষ সুরক্ষা বাহিনী যারা বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীকে সুরক্ষা দান করে থাকে। ১৯৮৪ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তৈরি হয়েছিল এই এসপিজি।
১৯৯১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর পর পুরো গান্ধী পরিবারকে এই বিশেষ নিরাপত্তা প্রদান করা হয়ে আসছিল। তবে গত নভেম্বরে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী তাঁর দুই সন্তান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদরার উপর থেকে এসপিজি সুরক্ষা তুলে নেওয়া হয়।
কিছুদিন আগে পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী কংগ্রেসের ড. মনমোহন সিংকে এই সুরক্ষা দেওয়া হতো। কিন্তু গত আগস্টে উপর থেকে সেই সুরক্ষা তুলে নেয় কেন্দ্রীয় সরকার।
এখন একমাত্র প্রধানমন্ত্রীই শক্তিশালী এসপিজি সুরক্ষা পেয়ে থাকেন। তার সুরক্ষার জন্য প্রায় ৩ হাজার সদস্য রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল