মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরইমধ্যে ৪২৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে তাইওয়ানে মাত্র এক সপ্তাহে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ১৩ জনের মৃত্যু হয়েছে। যার জেরে বিভিন্ন মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। এই ঘটনা ২০০৯ সালের ভয়ঙ্কর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।
২০০৯ সালে সোয়াইন ফ্লু বিশ্বে মহামারির আকার নিয়েছিল:
২০০৯ সালের এপ্রিলে মেক্সিকোতে প্রথম সোয়াইন ফ্লুতে আক্রমণের ঘটনা ঘটেছিল। সেখান থেকে এই ভাইরাস ৭৪টি দেশে ছড়িয়ে পড়েছিল। সে বছর জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে ৩০ হাজার জনের রক্তে H1N1-এর ভাইরাস পাওয়া গিয়েছিল।
প্রাণ হারিয়েছিলেন ২ লক্ষ মানুষ:
মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিস কনট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ২০০৯ সালে বিশ্বজুড়ে সোয়াইন ফ্লু অন্তত ২ লক্ষ মানুষের প্রাণ কেড়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
ভারতে সোয়াইন ফ্লু ছড়ায় হায়দরাবাদ থেকে:
ভারতে প্রথম সোয়াইন ফ্লুর ঘটনা সামনে আসে ২০০৯ সালের ১৬ মে। দক্ষিণের শহর হায়দরাবাদে প্রথম সোয়াইন ফ্লুতে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। পরে দেশের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়ে। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ২০০৯ সালে ভারতে মারা গিয়েছিলেন মোট ৯৮১ জন। পরের বছর অর্থাৎ ২০১০ সালে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭৬৩ জন।
২০১৬ সালে ভারতে মহামারির আকার নিয়েছিল:
২০১৬ সালে ভারতে সোয়াইন ফ্লু মহামারির আকার নেয়। সে বছর এ দেশে ৪২ হাজার ৫৯২টি সোয়াইন ফ্লুতে আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়। প্রাণ হারিয়েছিলেন ২,৯৯২ জন। সরকারি পরিসংখ্যান বলছে, ২০০৯ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে H1N1-এ আক্রান্ত হয়েছেন মোট ১৩৭,৩২৩ জন। এর মধ্যে ১০,৬১৪ জনের মৃত্যু হয়।
২০২০ সালে ফের সোয়াইন ফ্লুর হানা:
২০২০ সালে তাইওয়ানে মাত্র এক সপ্তাহে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও অনেকে। তবে ভারতে এখনও পর্যন্ত সোয়াইন ফ্লুর কোনও ঘটনা সামনে আসেনি।
সোয়াইন ফ্লুর উপসর্গ:
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো খুব সাধারণ। এতে আক্রান্ত ব্যক্তির কাশি, হঠাৎ জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, পেশির খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়। তবে মারাত্মক আকার ধারণ করলে নিউমোনিয়া, একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া, এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ