ভয়াবহ করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে এরইমধ্যে ৪২৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। তবে জ্বর আর এইচআইভি রোগের অ্যান্টি-ভাইরাসের ‘ককটেল’ থেকে নোভেল করোনাভাইরাসের চিকিৎসা সম্ভব বলে দাবি করেছে থাইল্যান্ড।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হয়ে রবিবার সংবাদিক বৈঠক করেন চিকিৎসা পদ্ধতিটির সঙ্গে যুক্ত এক ডাক্তার, ক্রিয়েংসাক আট্টিপর্নওয়ানিচ।
তিনি জানিয়েছেন, ৭০ বছর বয়সি এক বৃদ্ধা নোভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। ‘ককটেল ইঞ্জেকশনটি’ তাঁর শরীরে প্রয়োগ করার পরেই নাটকীয়ভাবে সুস্থ হয়ে ওঠেন তিনি। ৪৮ ঘণ্টা পরে ফের তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। তখন রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
ক্রিয়েংসাক আরও জানান, ওই ইঞ্জেকশন প্রয়োগের আগে প্রায় শয্যাশায়ী ছিলেন বৃদ্ধা। উঠে বসতে পারছিলেন না। কিন্তু ১২ ঘণ্টা পরে দেখা যায় তিনি উঠে বসেছেন।
মারণ-ভাইরাসটির চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন সম্পর্কে কোনও রাখঢাক করেনি থাইল্যান্ড। তারা জানিয়েছে, ফ্লু-র চিকিৎসায় ব্যবহার করা হয় ‘ওসেলটামিভির’। এইচআইভি-র চিকিৎসায় দেওয়া হয় ‘লোপিনাভির’ ও ‘রিটোনাভির’। এই দুই রোগের ওষুধ মিশিয়ে বৃদ্ধাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ওষুধটি কতটা ‘সফল’, তা নিয়ে আরও পরীক্ষানিরীক্ষা চলছে। রিপোর্টের অপেক্ষায় উদগ্রীব সকলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ