ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইরান এমন এক বিদ্বেষী ও প্রতিহিংসাপরায়ণ শত্রুর মোকাবিলা করছে যে শক্তি ও বলপ্রয়োগ ছাড়া অন্য কোনো ভাষায় কথা বললে বোঝে না।
মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির কবর জিয়ারত করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, শহীদ কাসেম সোলাইমানি ছিলেন ইসলামি বিপ্লবের শিক্ষায় শিক্ষিত একজন বিপ্লবী মহানায়ক। শত্রুদের জেনে রাখা উচিত, এরকম বীরযোদ্ধাকে হত্যা করে তারা ইরানি জনগণকে দমিয়ে রাখতে পারবে না বরং এদেশের জনগণ প্রতিরোধ সংগ্রামে আরো দৃঢ়সংকল্প অবস্থায় লক্ষ্যপানে এগিয়ে যাবে।
বিডি প্রতিদিন/আরাফাত