রানি দ্বিতীয় এলিজাবেথও জুমের ভিডিও কলে অংশ নিয়ে রাজকীয় দায়িত্ব সামলিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ৯৪ বছর বয়সী রানি মূলত একদল সেচ্ছাসেবীর সঙ্গে আলাপ করতে ভিডিও কলে আসেন। সঙ্গে ছিলেন তার মেয়ে প্রিসেন্স অ্যানি। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো রানি এভাবে প্রযুক্তির সহায়তা নিয়ে রাজকার্য পরিচালনা করলেন।
এ ব্যাপারে রাজপরিবারের অফিশিয়াল টুইটার থেকে জানানো হয়েছে, ব্রিটেনজুড়ে ৭০ লাখ সেচ্ছাসেবীর মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এই কলের আয়োজন করা হয়। সেচ্ছাসেবীরা বিভিন্ন অসুস্থ, অসহায় মানুষদের দেখভাল করেন।
ভিডিও কলে রানি বলেন, ‘আপনাদের সবার গল্প শুনে ভালো লাগছে। ইতিমধ্যে যা অর্জন করেছেন তাতে আমি মুগ্ধ। আজ আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে আনন্দিত।’
জুমে এই আলাপচারিতা অনুষ্ঠিত হয় গত ৪ জুন। রাজপরিবার থেকে বিষয়টি বৃহস্পতিবার জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ