ভারতের তিনটি এলাকা নিজেদের অংশ বলে দাবি করে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এই বিতর্কের মধ্যেই সীমান্তে বিহার সীমান্তে নেপালি পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া একজনকে ধরে নিয়ে গেছে সীমান্তে থাকা নেপালি পুলিশ।
আজ শুক্রবার ভারতের বিহার প্রদেশের সীতামারহি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু, ইন্ডিয়া ট্যুডে-সহ বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালের দিকে বিহারের সীতামারহি সীমান্ত এলাকায় নেপাল সীমান্তরক্ষীদের গুলিতে এক কৃষক নিহত ও আরও দু'জন আহত হয়েছেন।
স্থানীয়রা বলেছেন, নেপাল পুলিশের গুলিতে নিহত যুবকের নাম বিকাশ কুমার রাই (২৫)। মাঠে কৃষিকাজ করার সময় নেপাল সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান বিকাশ। এছাড়া লগন রাই নামের অপর এক যুবককে ধরে নিয়ে গেছে নেপাল পুলিশ।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে সীতামারহি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহারের সনবর্ষা পুলিশ স্টেশনের আওতাধীন লালবন্দি এলাকার মোহোবা গ্রামের কাছে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বিহার পুলিশের মহাপরিদর্শক সশাস্ত্র সীমা বাল বার্তাসংস্থা এএনআইকে বলেন, ভারত-নেপাল সীমান্তের সীতামারহি এলাকায় গোলাগুলিতে একজন নিহত ও দু'জন আহত হয়েছেন। আমরা এই ঘটনার ব্যাপারে রাজ্য সরকারকে অবহিত করেছি। জেলা প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি।
হতাহতের এই ঘটনার পর সীতামারহি এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভারতের সঙ্গে নেপালের এক হাজার ৮৫০ কিলোমিটার উন্মুক্ত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং কাজের সন্ধানে এই উন্মুক্ত সীমান্ত পাড়ি দিয়ে উভয় দেশের নাগরিকরা যাতায়াত করেন। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর গত ২২ মার্চ আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয় নেপাল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম