উত্তর লন্ডনের হাইগেট এলাকার লা সেইন্ট ইউনিয়ন ক্যাথলিক স্কুলের ১৩ জন শিক্ষার্থী গাঁজা মেশানো চকলেট খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে চিকিৎসার জন্য।
কেমডেন পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরের দিকে পাঁচটি অ্যাম্বুলেন্সে এসব শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়। তবে বিকেলের দিকে পুলিশ নিশ্চিত করেছে, এসব চকলেটের মধ্যে টিএইচসি জাতীয় এক ধরনের রাসায়নিক মিশ্রিত রয়েছে যা গাঁজার সক্রিয় একটি উপাদান।
হাসপাতালে চিকিৎসাধীন কেউ গুরুতর অসুস্থ নয় এবং এ ঘটনার সঙ্গে কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এই চকলেট কিভাবে স্কুল শিক্ষার্থীদের হাতে পৌঁছাল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল