মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের 'বিভ্রান্তিকর পোস্ট'-এর বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ। কোভিড-১৯ নিয়ে প্রেসিডেন্টের শেয়ার করা তথ্যে তাদের বিধি লঙ্ঘন হয়েছে বলে মনে করছে জাকারবার্গের সংস্থা। ট্রাম্প জানিয়েছিলেন কোভিড-১৯ ফ্লুর মতোই।
ইতিমধ্যেই ফেসবুক ট্রাম্পের ওই পোস্টটিকে ডাউন করে দিয়েছে। তবে তার আগেই ওই পোস্টটি ২৬,০০০ বার শেয়ার করা হয়েছে বলে দেখাচ্ছে ফেসবুকের মেট্রিক টুল। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, আমরা কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় ভুল তথ্য মুছে ফেলি।
সাধারণত ফেসবুক রাজনীতিবিদদের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম থেকে ছাড় দেয়। আবার মার্কিন রাষ্ট্রপতির পোস্টের বিরুদ্ধেও খুব কম পদক্ষেপ নিতে দেখা যায় ফেসবুককে। কিন্তু এবার সেটাই করল বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া সংস্থা। তবে এই প্রথম না, এর আগেও আগস্ট মাসে করোনভাইরাস নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য ট্রাম্পের পোস্ট সরিয়ে দিয়েছিল ফেসবুক। সেই পোস্টে একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প জানিয়েছিলেন, শিশুরা প্রায় করোনা অনাক্রম্য।
উল্লেখ্য, চার দিনের জরুরি চিকিৎসার পরে গত সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিরেই নিজের মাস্ক খুলে ফেলে তিনি জানান, খুব শীঘ্রই নির্বাচনী প্রচারে অংশ নেবেন। পাশাপাশি ট্রাম্প ট্যুইট করেন, করোনাকে নিয়ে ভয় পাবেন না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ