জার্মানির ত্রিয়ার শহরে এক মাতাল চালক পথচারীদের ওপর গাড়ি তুলে দিলে শিশুসহ ৫ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫১ বছর বয়সী ওই মাতাল চালককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার বেলা পৌনে দুইটায় মাতাল ওই চালক পথচারীদের হাটার রাস্তার ওপর দিয়ে প্রায় ১ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে থামায় এবং গ্রেফতার করে।
নিহতদের মধ্যে আছেন, ২৫, ৫২ ও ৭০ বছরের তিন নারী এবং পৌনে দুই মাসের মেয়ে শিশু ও তার বাবা (৪৫)। এছাড়াও শিশুটির মা ও এক বছর বয়সী ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন