বিশ্ববাজারে ২০১৩ সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেছে রুপার দর। সোমবার কার্যদিবসের শুরুর দিকের লেনদেনে লন্ডন বাজারে প্রতি আউন্স রুপার দর আউন্সপ্রতি ৩০ মার্কিন ডলার বাড়ে। দর বৃদ্ধির হার ছিল ১১ শতাংশ।
পুঁজিবাজারের খুচরা লেনদেনকারীরা গেমস্টপ-এর শেয়ারের অস্থায়ী বিক্রেতাদের বিরুদ্ধে সফল অবস্থান নেওয়ার পর; রুপার বাজারকে পরবর্তী লক্ষ্যে পরিণত করলে দরের এই রেকর্ড উত্থান দেখা দেয়।
তার আগে গত সপ্তাহে মূল্যবান ধাতুটির দর ৬ শতাংশ বাড়ে। ফলে এটি উত্তোলনকারী খনি কোম্পানিগুলোর বাজার মুল্যায়নে চাঙ্গাভাব বিরাজ করে।
বিশ্বের সবচেয়ে বড় রুপার ভিত্তিতে লেনদেনকারী তহবিল-আইশেয়ারস সিলভার ট্রাস্ট গেল শুক্রবারে ১০০ কোটি ডলারের বিনিয়োগ পায়। তহবিলটির স্পন্সর সংস্থা-ব্ল্যাকরক সূত্র এ তথ্য জানায়।
ইতোপূর্বে সামাজিক মাধ্যম রেডিট-এর 'ওয়ালস্ট্রিটবেটস' পেজে এক ব্যবহারকারী সাধারণ মানুষের প্রতি ধাতু বাজারে বিনিয়োগ করে বৃহৎ ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ হ্রাসের আহ্বান জানান। তার পরই বিনিয়োগের নতুন গতি লক্ষ্য করা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন