শিরোনাম
৪ মার্চ, ২০২১ ১৭:১৫

মার্কিন ঘাঁটিতে হামলায় ইসরায়েলকে নিয়ে সন্দেহ ইরানের

অনলাইন ডেস্ক

মার্কিন ঘাঁটিতে হামলায় ইসরায়েলকে নিয়ে সন্দেহ ইরানের

প্রতীকী ছবি

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে রকেট হামলা রহস্যজনক; এতে ইহুদিবাদী ইসরায়েল জড়িত থাকতে পারে সন্দেহ প্রকাশ করেছে ইরান। গতকাল বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে কাতারের আল-জাজিরা টেলিভিশনের আরবি বিভাগকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন।

জানা গেছে, বুধবার দিনের প্রথম ভাগে ইরাকের আনবার প্রদেশে অবস্থিত আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়। এসময় আইন আল-আসাদে অন্তত ১০টি রকেট আঘাত হানে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ওয়াশিংটন সাধারণত এ ধরনের হামলার জন্য ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনকে দায়ী করে থাকে। যদিও বিষয়টি ইরান অস্বীকার করেছে। তারা সন্দেহ করছে ইসরায়েলকে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর