অওরাত মার্চ-এর আয়োজকদের লক্ষ্য করে ব্লাসফেমি আইনের যে অপব্যবহার হচ্ছে, সেটা আফসোসের বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি।
গত বুধবার এ মন্তব্য করেন পিপিপি প্রধান।
দেশটির গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে অওরাত মার্চ শুরু হয়। নারীদের ওপর নৃশংসতা তুলে ধরতে প্রতি বছর নারী দিবসে এটি পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসে নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদকারী নারীদের, হিজড়াদের এবং নারীদের প্রতি হুমকি নিয়ে অওরাত মার্চের করাচি শাখার আয়োজকদের সঙ্গে বৈঠকের সময় বিলাওয়াল এ মন্তব্যটি করেন।
এ বছর অওরাত মার্চ পালনের পর অচেনা ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও পোস্ট করে। এরপর সেইসব ছবি ও ভিডিও নিয়ে সমালোচনা শুরু হয়।
তিনি বলেন, অওরাত মার্চের আয়োজকদের টার্গেট করে ব্লাসফেমি আইনের অপব্যবহারের বিষয়টি সত্যিই আফসোসের।সমাবেশ চলা অবস্থায় নারীদের শক্তিশালী কণ্ঠস্বর 'তাদের দক্ষতা অস্বীকারকারীদের চ্যালেঞ্জ জানায়'।
তিনি আরও বলেন, অওরাত মার্চের আয়োজকরা পাকিস্তানের নারীদের হতাশা এবং সমস্যাগুলো যেভাবে তুলে ধরেছেন, তা দেখে সত্যিই তিনি ভীষণ আনন্দিত।
অওরাত মার্চের আয়োজকদের সিন্ধু সরকার সহযোগিতা দেওয়া অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
এদিকে, অওরাত মার্চের আয়োজকরা বলছেন, সাবটাইটেলসহ ওইসব ভিডিও সম্পাদনা করে ভিন্ন উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এতে করে অপব্যাখ্যা করা হয়েছে বলেও জানান তারা।
জানা গেছে, করোনা মহামারির কারণে ২০২১ সালের অওরাত মার্চের প্রস্তুতি হ্রাস পেয়েছিল এবং আয়োজকরা অংশগ্রহণকারীদের সুরক্ষার দিকে মনোনিবেশ করেছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন