শ্রীলঙ্কার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে জাতিসংঘের একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও চীন। তবে ভারত পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল। খবর দ্য ডিপ্লোম্যাটের।
শ্রীলঙ্কায় তামিলদের বিরুদ্ধে গৃহযুদ্ধকালে সংঘটিত যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন, মানবতারবিরোধী অপরাধের অভিযোগ এনে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ২৩ মার্চ শ্রীলঙ্কা ইস্যুতে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব গৃহীত হয়েছে ৪৭ সদস্যের জাতিসংঘ মানবাধিকার পরিষদে (ইউএনএইচসিআর)। এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ২২টি সদস্য দেশ। তবে ‘প্রোমোটিং রিকনসিলিয়েশন, একাউন্টেবলিটি অ্যান্ড হিউম্যান রাইটস ইন শ্রীলঙ্কা’ শীর্ষক ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান। ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত।
ভারতের দ্য হিন্দু পত্রিকা এই ভোটকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের জন্য একটি এসিড টেস্ট হিসেবে আখ্যায়িত করেছে।
তার সরকার এই প্রস্তাব বা ভোটকে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে।
বিডি প্রতিদিন/কালাম