১৩ এপ্রিল, ২০২১ ০৪:৪৭

নিজের আইনজীবীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ চান সুচি

অনলাইন ডেস্ক

নিজের আইনজীবীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ চান সুচি

ফাইল ছবি

গত ১ ফেব্রয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে কারাবন্দী মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচি এবার নিজের আইনজীবীর সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমতি চেয়েছেন আদালতের কাছে। বলা হচ্ছে, এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুমতির আবেদন করেন সুচি। খবর রয়টার্স-এর।

এদিকে, মিয়ানমারে অস্ত্রের জোরে ক্ষমতার মসনদে বসা সামরিক বাহিনী এখন পর্যন্ত কোনো প্রকার জনসমর্থন আদায় করতে পারেনি। গত আড়াই মাসে দেশটির সর্বস্তরের মানুষ উল্টো তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাজপথে।

আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোও সামরিক বাহিনীকে ক্ষমতায় দেখতে চায় না। আন্তর্জাতিক মহলের সমর্থনও আদায় করতে পারেনি জান্তা সরকার। উল্টো একের পর এক নিষেধাজ্ঞা জুটেছে কপালে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোররাত থেকে কোনও গোপন জায়গায় আটক করে রাখা হয়েছে নোবেলজয়ী নেত্রীকে। মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর