১৩ মে, ২০২১ ১৮:১৯

রাহুলের এক হাত, অক্সিজেন-টিকা-ওষুধের সঙ্গে মোদিও উধাও

অনলাইন ডেস্ক

রাহুলের এক হাত, অক্সিজেন-টিকা-ওষুধের সঙ্গে মোদিও উধাও

ফাইল ছবি

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নিলেন। তিনি কঠোর সমালোচনা করে এক টুইট বার্তায় জানান, ‘অক্সিজেন, টিকা, ওষুধের সঙ্গে প্রধানমন্ত্রী মোদিও উধাও। পড়ে আছে তার সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, ওষুধের উপর জিএসটি এবং এদিকে ওদিকে প্রধানমন্ত্রীর কিছু ছবি।’

তিনি বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ের সময় প্রধানমন্ত্রী নিয়মিত ব্যবধানে জাতির উদ্দেশে ভাষণ দিতেন। এবার তা করছেন না।’ সেটা নিয়েই মোদিকে তীব্র কটাক্ষ করেছেন রাহুল। সেই সঙ্গে ভারতজুড়ে অক্সিজেন ও ভেন্টিলেটারের অভাবের কথাও তুলেছেন।

উল্লেখ্য, রাহুল গান্ধী টুইটে যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কথা বলেছেন, সেটা হলো, দিল্লিতে নতুন সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাড়ি, বিভিন্ন মন্ত্রণালয় মিলিয়ে নতুন এক প্রকল্প। ২০২২ সালে যার কাজ শেষ করতে বদ্ধপরিকর মোদি। করোনাকালেও যার কাজ বন্ধ করা হয়নি। বিপুল অর্থ খরচ করে এই কাজ কেন করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছে বিরোধীরা।

সূত্র : ডয়চে ভেলে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর