এই প্রথম ইসরায়েলের বিরুদ্ধে কোনো ইউরোপীয় রাষ্ট্র পদক্ষেপ নিচ্ছে। পশ্চিম তীরের ফিলিস্তিনে চলা ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ জানিয়েছে আয়ারল্যান্ড সরকার। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও সহিংসতার প্রতিবাদে একটি সংসদীয় প্রস্তাবে সমর্থন দিয়েছে দেশটির সরকার। খবর দ্য গার্ডিয়ানের।
জানা গেছে, প্রস্তাবটি পাস হলে সেখানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং ইসরায়েলের ওপর অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এক্ষেত্রে আয়ারল্যান্ডই হতে চলেছে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রথম রাষ্ট্র, যারা পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে।
বিডি-প্রতিদিন/শফিক