১৬ অক্টোবর, ২০২১ ১৮:৩১

সিরিয়ায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি এরদোগানের

অনলাইন ডেস্ক

সিরিয়ায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি এরদোগানের

রিসেপ তাইয়্যেব এরদোগান

প্রতিবেশী সিরিয়ায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন তুরস্কের স্পেশাল পুলিশের দুই সদস্য নিহত হওয়ার পর এই হুমকি দিলেন এরদোগান। হামলার জন্য তুর্কি কর্তৃপক্ষ সিরিয়ার কুর্দি গেরিলাদের দোষারোপ করেছে।

এরদোগান বলেন, “সিরিয়ার কিছু অঞ্চল থেকে আমাদের দেশের ওপর হামলা চালানো হচ্ছে। এতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এসব এলাকা থেকে তুরস্কের জন্য যে হুমকি সৃষ্টি হচ্ছে তা নস্যাৎ করে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।”

চলতি সপ্তাহের শুরুর দিকে আলেপ্পো প্রদেশের তেল রিফাত শহরে ওই হামলা হয়। আঙ্কারা বলছে, গত রবিবার তেল রিফাত শহরে তৎপর মার্কিন সমর্থিত কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটের গেরিলারা গাইডেড ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায়। এতে দুই পুলিশ  কর্মকর্তা নিহত ও দুজন আহত হয়।

এরদোগানের হুমকির আগেই তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি সামরিক বাহিনী অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।    

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর