ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের বড় বড় শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার তথ্য পাওয়া গেছে, এর সাথে সেনাঘাঁটিতে মৃত্যুর খবরও সামনে এসেছে। বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ইউক্রেন বলছে, তাদের অন্তত ৪০জন সৈন্য মারা গেছে এবং তিরিশ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ইউক্রেন সেনাবাহিনী প্রায় ৫০জন রুশ সৈন্যকে হত্যা এবং ছয়টি রুশ বিমান গুলি করে নামানোর দাবি করেছে, যদিও নিরপেক্ষভাবে এ দাবি যাচাই করা যায়নি।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভ বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান চালালেও রাশিয়া সবসময় আলোচনার জন্য প্রস্তুত। তিনি বলেন, “দুঃখের বিষয় এই যে আমাদের পশ্চিমা বন্ধুরা আন্তর্জাতিক আইনকে মর্যাদা দেননা। বরঞ্চ তারা তাকে ধ্বংস করতে চেষ্টা করছেন এবং তাদের গড়া ‘আইন-ভিত্তিক বিশ্ব ব্যবস্থা’ বাস্তবায়নে চেষ্টা করে চলেছেন।”
রুশ সরকারি সংবাদ সংস্থাই আইআরএকে এ কথা বলেছেন লাবরভ। তিনি বলেন, ‘আমেরিকান সহকর্মীদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে। নেটো সদস্যদের সাথেও কথা বলেছি। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক দায়-দায়িত্ব অনুসরণের পথ এখনো খোলা রয়েছে।’ লাবরভ বলেন, ‘ন্যায়বিচার এবং জাতিসংঘ চার্টারের মূল নীতিতে ফেরার জন্য যে কোনো আলোচনায় বসার জন্য রাশিয়া সবসময় প্রস্তুত থাকবে।’
বিডি-প্রতিদিন/শফিক