যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যেকোনো সময়ের থেকে ন্যাটো ঐক্যবদ্ধ এবং শক্তিশালী।
বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনে পরিস্থিতি নিয়ে জোটের জরুরি সম্মেলন শেষে এক বিবৃতিতে বাইডেন এই মন্তব্য করেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, ন্যাটো জোটের সম্মেলন পরবর্তী বিবৃতিতে ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়, রাশিয়ার অনর্থক এবং অন্যায্য আক্রমণের একমাস পূর্তিতে ন্যাটো নেতারা আজ (বৃহস্পতিবার) ইউক্রেনের জনগণের ওপর সমর্থনের পুনর্ব্যক্ত করতে মিলিত হয়। নৃশংস যুদ্ধের জন্য ন্যাটো রাশিয়াকে জবাবদিহি করতে সংকল্পবদ্ধ, জোট শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ন্যাটো নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্য শুনেছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ন্যাটো ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা চলমান রাখবে।
বিডিপ্রতিদিন/কবিরুল