সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ৩০তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৯ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
রাশিয়ার সামরিক অভিযানের এক মাসের মাথায় বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কি। ভাষণের একটি ভিডিও এদিন রাতে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছেন তিনি।
এ সময় জেলেনস্কি দ্রুত তার দেশকে ইইউ-এর সদস্য করে নিতে জোটের নেতাদের প্রতি আহ্বান।
তিনি বলেন, “আমাদের জন্য এটাই একটা সুযোগ। তাই আপনাদের বলছি, দয়া করে আর দেরি করবেন না।” সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম