গত সপ্তাহে ইউক্রেনের মারিওপোলের থিয়েটার ভবনে বোমা হামলা চালিয়েছিল রাশিয়ার সেনাবাহিনী। সেই ঘটনায় এ কয়দিন তেমন কোনো হালনাগাদ তথ্য না জানালেও শুক্রবার ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় ৩০০ মানুষ নিহত হতে পারে।
হামলার সময় থিয়েটার ভবনটিতে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছিল। ইউক্রেন তখনও অভিযোগ করেছিল থিয়েটার ভবনে রাশিয়া হামলা চালিয়েছে। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া।
এক টেলিগ্রাম পোস্টে মারিওপোল সিটি হল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাশিয়ার চালানো বিমান হামলায় মারিওপোলের ড্রামা থিয়েটারে প্রায় তিনশ মানুষ মারা গেছে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল