ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে প্রতিদিন ৫০০ এন্টি-এয়ারক্রাফট মিসাইল এবং ৫০০ জ্যাভেলিন এন্টি-ট্যাংক মিসাইল চেয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে যেসব অস্ত্র চেয়েছে তার একটি তালিকা তাদের হাতে রয়েছে।
পূর্বেও ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রীর তালিকা দিয়েছে। তবে এবার তাদের দাবির পরিমাণ অনেক বেশি।
ইউক্রেন বলেছে, রাশিয়ার আক্রমণের মুখে তারা চরম অস্ত্র সংকটে পড়তে যাচ্ছে। অস্ত্র ছাড়া রাশিয়াকে প্রতিহত করা সম্ভব নয়।
সিএনএন যে তালিকা পেয়েছে তাতে শুধু মিসাইল নয়, অন্য অস্ত্র সামগ্রীর আবেদনের তথ্যও আছে। এরমধ্যে রয়েছে সামরিক বিমান, যুদ্ধ হেলিকপ্টার ও এস-৩০০ এর মতো এন্টি-এয়ারক্রাফট সিস্টেম। যেসব সামরিক বিমান ইউক্রেন চেয়েছে তার সবই রাশিয়ায় তৈরি হয়। এরকম মোট ৭২টি বিমান দরকার বলে জানিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্র দেশগুলো ৭ই মার্চের পূর্বে ইউক্রেনকে ১৭ হাজার এন্টি-ট্যাংক মিসাইল দিয়েছে। সঙ্গে ২ হাজারের বেশি এন্টি-এয়ারক্রাফট মিসাইলও পেয়েছে দেশটি।
ইউক্রেনে বিদেশি অস্ত্রের চালানে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রসহ ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ ইউক্রেনে অস্ত্র সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল