ইউক্রেনে সেনা অভিযান চালানোর পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়াকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট জি-টোয়েন্টি থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারীই দিয়ে রেখেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলছে, এই জোট থেকে রাশিয়াকে বাদ দিলে ভয়ংকর কোনো পরিস্থিতিতে পড়বে না দেশটি।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকভ শুক্রবার বলেছেন, ‘জি-টোয়েন্টি গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই জোটের অধিকাংশ দেশই আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে নেমেছে। তাই ভয়ংকর কিছু ঘটছে না।’
পেশকভ আরও বলেন, যুক্তরাষ্ট্র আর ইউরোপের বাইরেও বড় একটা জগত পড়ে আছে। রাশিয়াকে একঘরে করে রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল