ইতালিতে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই রাজভ ইতালীয় সংবাদপত্র ‘লা স্ট্যাম্পার’ বিরুদ্ধে মামলা করছেন। এই পত্রিকাতে গত ২২ মার্চ রুশ প্রেসিডেন্ট ‘ভ্লাদিমির পুতিনকে হত্যা’ সংক্রান্ত বিষয় নিয়ে একটি বিশ্লেষণধর্মী নিবন্ধ লেখা হয়।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইতালির রুশ রাষ্ট্রদূত রাজভ বলছেন, সংবাদপত্রটির বিরুদ্ধে তিনি পুতিনকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগ এনেছেন।
তবে লা স্ট্যাম্পার সম্পাদক ম্যাসিমো জিনিনি সংবাদপত্রের ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিওতে এই অভিযোগ প্রত্যাখান করেছেন। তিনি বলেছেন, মানবতা এবং সত্যকে হত্যা করে এমন অনুদার শাসকদের থেকে আমরা শিক্ষা নেই না।
গত ২২ মার্চ লা স্ট্যাম্পা ‘অত্যাচারীকে হত্যা করাই যখন একমাত্র বিকল্প’ শিরোনামে একটি বিশ্লেষণ প্রকাশ করে। ওই কলামে লেখা হয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে বিকল্প সব কিছু ব্যর্থ হলে একমাত্র সমাধান হতে পারে— প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করা।
কলামে আরও লেখা হয়, একজন অত্যাচারীকে হত্যা করার মাধ্যমে সমস্যাগুলোর খুব কমই সমাধান হয় বরং এতে পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল