ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের গেল এক মাসে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের লক্ষ্য করে অন্তত ৭০টি পৃথক হামলা চালানো হয়েছে। দিন দিন এই হামলার সংখ্যা আরও বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
ডব্লিউএইচও জানিয়েছে, স্বাস্থ্য সেবা লক্ষ্য করে হামলা চালানো আধুনিক যুদ্ধের একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ইউক্রেনে স্বাস্থ্য সেবা লক্ষ্য করে চালানো হামলায় ৭১ জন মারা গেছে। আহত হয়েছে আরও ৩৭ জন।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের আওতাধীন সংস্থাটি। ডব্লিউএইচও’র ইউক্রেন প্রতিনিধি বলেছেন, ‘স্বাস্থ্য সেবা চিৎিসক ও নার্সদের জন্য নিরাপদ জায়গা হওয়া উচিত। রোগীদের জন্যও থাকা উচিত নিরাপদ চিকিৎসা ব্যবস্থা। যা ঘটছে, তা কোনোভাবেই ঘটা উচিত নয়।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল