আফগানিস্তানের রাজধানী কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। আফগানিস্তানের ভেতরে পাকিস্তানি বাহিনীর সামরিক বিমান হামলার প্রতিবাদ জানাতে শনিবার তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে বলে জানা গেছে। এক বিবৃতিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও ইন্ডিয়া টুডের।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে সাম্প্রতিক হামলার জেরে কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রাষ্ট্রদূতকে তলব করে ইসলামাবাদের কাছে কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে।
তালেবানের একজন কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের বর বলেছেন, শুক্রবার আফগান আকাশসীমায় ঢুকে পাকিস্তানি সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। তবে বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তান উল্টো দাবি করেছে, অমীমাংসিত পশ্চিমাঞ্চলীয় সীমান্ত অতিক্রম করে ভেতরে হামলা চালিয়েছে বলে পাল্টা দাবি করেছে ইসলামাবাদ।
বিডি-প্রতিদিন/শফিক