বড় হুমকির খবর আছে এমন সতর্কতা দিয়ে ইমরান খানকে লাহোরের জনসভায় সরাসরি উপস্থিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার লাহোরের অতিরিক্ত ডেপুটি কমিশনার আতিয়াব সুলতান এই পরামর্শ দেন।
তিনি ইমরান খানকে আজ বৃহস্পতিবারের সভায় ভার্চুয়াল ভাষণ দেওয়ার পরামর্শ দিয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর ১৩ এপ্রিল থেকে পাকিস্তানে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
সেই হিসেবে আজ লাহোরে মিনার-ই-পাকিস্তানে ইমরানের ভাষণ দেওয়ার কথা।
প্রশাসনের সতর্ক বার্তায় বলা হয়েছে, ‘নিরাপত্তা অ্যাজেন্সির কাছ থেকে বড় রকমের হুমকির খবর পাওয়া গেছে। এর ভিত্তিতে ইমরান খানকে তার জনসভায় সশরীরে উপস্থিত না থেকে এলইডি পর্দায় ভার্চুয়াল ভাষণ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
তবে পিটিআই বলছে, তাদের জনসভা নিয়ে সরকারের এতো চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল