হাইতিতে ছোট একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার ক্যারিবীয় দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের একটি ব্যস্ত রাস্তায় বিমানটি আঁছড়ে পড়লে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে হাইতির সিভিল এভিয়েশন অথরিটি। তারা জানিয়েছে, হাইতির রাজধানী থেকে জ্যাকমেলের উদ্দেশে স্থানীয় সময় বুধবার বিকেলে বিমানটি উড্ডয়ন করে। পরে মাঝআকাশে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, এরপর বিপদ সতর্কতা পাঠানোর একপর্যায়ে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক