অনাস্থা ভোটে ইমরান খান পদচ্যুত হওয়ার পরই পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে গণপদত্যাগ করে তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা। সবমিলিয়ে ইমরানের দলের ১২৩ পার্লামেন্ট সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির নতুন স্পিকার পারভেজ রাজা আশরাফ পিটিআই’র পদত্যাগপত্র যাচাই করার সিদ্ধান্ত নিয়েছেন।
জাতীয় পরিষদের সচিবায়ল সূত্র বলছে, পদত্যাগ করা অনেক পিটিআই সংসদ সদস্যের পদত্যাগপত্র নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অনুমান করা হচ্ছে অনেকের সইও ঠিক নেই। আবার অনেকের পদত্যাগপত্রের ভাষাও নাকি এক।
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের খবর বলছে, পিটিআই ২৫ সংসদ সদস্য নাকি স্পিকারের সাথেও দেখা করতে চেয়েছেন। তারা স্পিকারকে জানাতে চান আসলে তারা কোন পরিস্থিতিতে এই গণ-পদত্যাগে অংশ নিতে বাধ্য হয়েছেন।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল