মারিউপোলের পরিস্থিতি আরও ভয়ঙ্কর। বুধবার ফের রাশিয়া বলেছে, ওই অঞ্চলে ইউক্রেনের সেনা যেন অস্ত্র সমর্পণ করে। সেক্ষেত্রে রাশিয়া মারিউপোলে লড়াই বন্ধ করবে বলে আশ্বাস দিয়েছে। কিন্তু ইউক্রেনের বক্তব্য, অস্ত্র সমর্পণ নয়, মারিউপোলে রাশিয়ার সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে রাজি আছে ইউক্রেন। কিন্তু রাশিয়া আলোচনার বিষয়ে এখনও পর্যন্ত কোনও উৎসাহ দেখায়নি।
মারিউপোলের অ্যাজোভস্টাল স্টিল কারখানা ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টিল কারখানা। গত প্রায় দুই মাস ধরে ইউক্রেনের মেরিন বাহিনী এই কারখানাটি রাশিয়ার হাত থেকে রক্ষা করে এসেছে। কিন্তু গত কয়েকদিন ধরে সেখানে অবস্থানরত মেরিন বাহিনী জানাচ্ছিল, তাদের গোলাবারুদ ক্রমশ কমে আসছে। দ্রুত তা পূরণ না করলে বাহিনীর পক্ষে আর কারখানাটি রক্ষা করা সম্ভব নয়।
এরইমধ্যে বুধবার দুপুরে চেচেন নেতা রমজান কাদিরভ দাবি করেন, কারখানাটি রাশিয়ার দখলে চলে এসেছে। ইউক্রেন অবশ্য এর সমর্থনে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি।
চেচেন গোষ্ঠী রাশিয়া সমর্থিত একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এবারের লড়াইয়ে রাশিয়ার সেনার সঙ্গে চেচেন যোদ্ধারাও ইউক্রেনে ঢুকেছিল বলে বিশেষজ্ঞদের বক্তব্য। বস্তুত, তারা কিয়েভ পর্যন্ত গিয়েছিল বলে গোয়েন্দাদের বক্তব্য। চেচেন নেতাও সে কথা স্বীকার করেছেন। সূত্র: ডয়েচে ভেলে
বিডিপ্রতিদিন/কালাম