দুই দিনের ভারত সফরে গুজরাট পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ বৃহস্পতিবার সকালে তিনি আহমেদাবাদে অবতরণ করেছেন। আগামীকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দিল্লিতে বৈঠক করবেন তিনি।
এই সফরে মুক্ত বাণিজ্য ও প্রতিরক্ষা বিষয়ে মোদী-জনসনের আলোচনা হওয়ার কথা রয়েছে।
মোদী-জনসন আলোচনায় ইউক্রেনের রাশিয়ার সেনা অভিযানের বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছে এনডিটিভি। কারণ রাশিয়ার সাথে এখনও স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক অব্যাহত রাখার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্ব।
রাশিয়ার ওপর চাপ বাড়াতে বারবার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। যদিও বরিস জনসনের এই সফর পূর্ব-নির্ধারিত। গত বছর করোনার কারণেই দুইবার তার সফর পিছিয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল